১০ ডিসেম্বর জনসভা করছে না ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:৩৮
ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্ট ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জনসভা স্থগিত করেছে। বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর দিনই ঐক্যফ্রন্ট রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বলে ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ জন্য ডিএমপির কমিশনার ও সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান বিএনপি নেতা।

তবে সন্ধ্যায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেনের চেম্বারে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, ‘১০ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে একটি জনসভা করার কথা ছিল। নির্বাচনের কারণে এটা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরে সমাবেশের তারিখ ঘোষণা করা হবে। সম্ভবত নির্বাচনী প্রচারণার শেষের দিকে তারিখ ঘোষণা করা হবে।’

আগামী ১৭ ডিসেম্বর ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে জানিয়ে ফখরুল সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, মনোনয়ন দাখিলের পরে যে গণহারে বাতিল এবং প্রতীক বরাদ্দের বিষয়েও আলোচনা হয়েছে। প্রতীক বরাদ্দের পর নিজ নিজ এলাকায় প্রতীক নিয়ে জনগণের সামনে হাজির হওয়ার আহ্বান জানানো হয়েছে।’

আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতীক বরাদ্দ ও আসনবিন্যাস নিয়ে আলোচনা হয়েছে। তবে আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা হয়নি, দু-এক দিনের মধ্যে বিষয়টি জানতে পারবেন।’

বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :