ইজতেমা মাঠে হামলার ‘নেপথ্য নায়কদের’ বিচার দাবি

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৭

গত ১ ডিসেম্বর বিশ্ব ইজতেমা মাঠে আলেম-উলামা ও মাদ্রাসা ছাত্রদের ওপর হামলার ‘নেপথ্য নায়কদের’ বিচার দাবি করেছেন বিশিষ্ট আলেম মাওলানা ইয়াহইয়া মাহমুদ। তিনি বলেন, ‘ওইদিন সাদপন্থীদের অতর্কিত হামলার নেপথ্য কারা সেই নায়কদের বিচার চাই। এ হামলার দায় তারা স্বীকার করেছে। তারা বলেছে, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাই গেট ভাঙতে আমরা বাধ্য হয়েছি।’

শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। টঙ্গীর ইজতেমা মাঠের নৃশংস হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, ‘হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাছাড়া কোনো মসজিদে উলামায়ে কেরাম এবং ইমামদের নেতৃত্ব ছাড়া তাবলিগের নামে কোনো আলাদা কর্মসূচি পালন করা যাবে না।’

তিনি বলেন, ‘মাওলানা সাদের নাম নিয়ে কোনো কর্মসূচি পালন করা যাবে না। আমাদের মনে রাখতে হবে, দীনি কাজ আলেমদের নেতৃত্ব ছাড়া চলে না। মাওলানা ইলিয়াসও (রহ.) দারুল উলুম দেওবন্দের কৃতী সন্তান। সুতরাং আলেমদের বাদ দিয়ে কেউ যদি ভিন্ন কোনো ডাক দেয় তা বাস্তবায়ন করা গোমরাহির নামান্তর।’

রামপুরার বিভিন্ন মসজিদ থেকে ইমাম-খতিবদের নেতৃত্বে হাজার হাজার মুসল্লি মানববন্ধনে অংশ নেন। মুসল্লিদের হাতে সাদবিরোধী স্লোগান এবং নৃশংস হত্যার বিচার দাবিতে বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন দেখা গেছে।

এ সময় বক্তব্য দেন মাওলানা নাজমুল হাসান, মাওলানা শোয়াইব ইবরাহিম, মাওলানা হারুনুর রশিদ, মাওলনা কাবির হোসাইন, মাওলানা জামিল আহমদ, মাওলানা নুরুল আলম ইসহাকি প্রমুখ।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :