বাকৃবিতে সাংবাদিক মারধরের ঘটনায় তদন্ত কমিটি

বাকৃবি প্রতিবেদক
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৫১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের দ্বারা সাংবাদিক মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রভোস্ট শংকর কুমার দাশ তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।

ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের আহমাদুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন- কৃষি অর্থনীতি বিভাগের প্রভাষক আর এ জুইস এবং ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হেলাল উদ্দিন।

এ বিষয়ে প্রভোস্ট শংকর কুমার দাশ বলেন, ‘ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে । আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছি।’

এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো বাকৃবিতে সাংবাদিক মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব হলের গেস্ট রুমে গত ৫ ডিসেম্বর বুধবার রাতে দৈনিক কালের কন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক এবং বাকৃবি সাংবাদিক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল বাশার মিরা কে মারধর করেন ছাত্রলীগ কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :