শান্তি আলোচনার মধ্যেই ইয়েমেনে সৌদির ২৮ বার বিমান হামলা

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৮, ১৮:০১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

দারিদ্রপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ওপর গত বৃহস্পতিবার সৌদি আরব অন্তত ২৮ বার বিমান হামলা চালিয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে ইয়েমেন ইস্যুতে যখন হুতি বিদ্রোহী  ও পলাতক প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির অনুগত লোকজন সংঘাত অবসানের জন্য শান্তি আলোচনা করছে তখন সৌদি আরব দৃশ্যত হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। খবর প্রেস টিভির।

ইয়েমেনের এক জেনারেলের বরাত দিয়ে আল-মাসিরা টেলিভিশন চ্যানেল বলছে, সৌদি আরব ও তাদের জোটের সেনাদের হামলা অব্যাহত রাখার ঘটনায় এটাই প্রমাণ করে যে, আগ্রাসীরা ইয়েমেন দ্বন্দ্বের অবসান চায় না।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারিয়ী জানান, বিমান হামলায় তিন নারী নিহত ও বহু ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। এসব হামলার জবাবে হুতি বিদ্রোহী সমর্থিত সেনারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে ছয়টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

সুইডেনে চলমান শান্তি আলোচনা এক সপ্তাহ চলতে পারে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার এ আলোচনা শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এসআই)