‘নির্বাচন কমিশন কঠোর নিরপেক্ষ’

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৩

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

‘বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা প্রতিদিন নির্বাচন কমিশনের ওপর অভিযোগ করলেও মূলত এই কমিশন কঠোর নিরপেক্ষতা অবলম্বন করছে’ এমন মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। 

তিনি বলেন, ‘অতীতের ভয়ংকর সব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী যে পদক্ষেপ নিচ্ছে তাতে সমাজ অপরাধমুক্ত হবে ও নির্বাচনী মাঠও শান্তিপূর্ণ হবে।’

শুক্রবার দুপুরে ভেড়ামারার গোলাপনগরে নিজ বাসভবনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। 

বিএনপি নেতাদের উদ্দেশে ইনু বলেন, ‘নির্বাচনকে সামনে নিয়ে অপরাধীদের পক্ষে ওকালতি করবেন না। এদেরকে বাঁচানো বা নির্বাচনী মাঠে অপরাধীদের হালাল করার চেষ্টাও করবেন না।’  

ইনু আরো বলেন, ‘এখন পর্যন্ত পক্ষে-বিপক্ষে কোন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনেই আছে। তবে আগুন সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস, হত্যা খুনের সাথে জড়িতদের বিরুদ্ধে নেয়া প্রশাসনিক পদক্ষেপকে রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে নয়।’ 

এসময় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জেলা জাসদের নেতাকর্মী ও দুই উপজেলার প্রায় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)