বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলন শুরু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৮

‘বগুড়ায় লেখক চক্র’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী ‘কবি সম্মেলন’ শুরু হয়েছে শুক্রবার। দুই দিনের আয়োজনের মধ্যে রয়েছে, কবিতা আবৃত্তি, আলোচনা, আড্ডা, গান, ভ্রমণসহ বিভিন্ন কর্মসূচি।

সকাল ১০টায় সারাদেশ থেকে আগত কবি-সাহিত্যিকসহ আয়োজকদের সম্মিলনে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালির মাধ্যমে প্রথম দিনের কর্মসূচির শুরু হয়। র‌্যালিটি বগুড়া পৌর পার্ক থেকে শুরু করে শহরের সাতমাথা মোড় হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বেলা ১১টায় বগুড়ার পৌরপার্ক উডবার্ন লাইব্রেরি মিলনায়তনে দুই দিনব্যাপী ‘কবি সম্মেলন’-এর উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কথাসাহিত্যিক এমরান চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন কবি হাবীবুল্লাহ সিরাজী। বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালের প্রো-ভিসি শিরীন আক্তার, কবি মাকিন হায়দার, কবি বজলুল করিম বাহার, কবি মুহাম্মদ শহীদুল্লাহ, কবি সরোজ দেব, কবি আলমগীর রেজা চৌধুরী, কবি আরিফুল হক কুমার, কবি, সাংবাদিক রওশন ঝুনু, কবি বদরুল হায়দার, গল্পকার মনি হায়দার। এছাড়াও গল্পকার রাজা সহিদুল আসলাম, কবি আমিনুল ইসলাম, কবি শোয়েব শাহরিয়ার, কবি মনিরুল ইসলাম, কবি অনুপম হাসান, কথা সাহিত্যিক আকিমুন রহমানসহ সারাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ স্থানীয় কবি-সাহিত্যিক-সংস্কৃতজনের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়েছে।

বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক জানান, কবি সম্মেলনে বাংলাদেশের ৪০টি জেলার কবি-সাহিত্যিক, লিটল ম্যাগ কর্মীরা বিশেষ এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রাণের টানেই যোগ দিয়েছেন।

কবি শিবলী মোকতাদির জানান, প্রতি বছরের ন্যায় এ বছর মোট ৪টি বিষয়ে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করছে। কবিতায় কবি রাহেল রাজিব, গবেষণা-সাহিত্যে হোসেন উদ্দীন হোসেন, লিটল ম্যাগাজিন সম্পদানায় মুজাহিদ আহমদ এবং সাংবাদিকতায় সমকাল পত্রিকার বগুড়া ব্যুরো প্রধান মোহন আকন্দকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার’ প্রদান করছে। এ কবি সম্মেলন চলবে শনিবার রাত পর্যন্ত।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :