‘সামনে আরো বড় সম্ভাবনা অপেক্ষমান’

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৮, ২০:০৮

‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রগতিশীল নেতৃত্বের স্বীকৃতি আজ বিশ্বব্যাপী স্বীকৃত। গত দশ বছর তার দৃঢ় নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার ছিল। যদি ইনশাআল্লাহ আমরা আবার এই নির্বাচনের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করতে পারি আমাদের সামনে আরো বড় সম্ভাবনা অপেক্ষমান। প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী তিন বছরের মধ্যে প্রবৃদ্ধি অর্জিত হবে ১০ ভাগের কাছাকাছি, যেটি বর্তমানে আছে প্রায় ৮ ভাগ।’ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শুক্রবার তার নির্বাচনী এলাকা কুমিল্লার লালমাই উপজেলার আমুয়ায় জনগণের উদ্দেশ্যে এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আমরা যদি ১০ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে পারি, তাহলে উন্নয়নের হাত ধরে আমাদের দারিদ্রের হার অনেক কমে যাবে, শিক্ষার আরো উন্নতি হবে, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে প্রতি বছর ৪০ থেকে ৫০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা। এটি সৃষ্টি হবে শুধু ফরমাল খাতে। পাশাপাশি আমরা প্রতিষ্ঠা করছি ১০০টি স্পেশাল ইকনোমিক জোন। এগুলোর বাস্তবায়নের মাধ্যমে আমাদের কর্মসংস্থান অত্যন্ত গতিশীল হবে, বিদেশি কর্মসংস্থান ব্যাপক হারে চলমান রয়েছে। পাশাপাশি আমাদের সেবা খাত অনেক বিকশিত, এই সেবা খাত আইসিটি খাতের মাধ্যমে আরো অনেক কর্মসংস্থান সৃষ্টি করতে পারব। আমাদের আইসিটি খাতের শক্তিশালী ভিত্তি আমরা ইতোমধ্যে তৈরি করে ফেলেছি। আগামীতে এটি পূর্ণ মাত্রায় বিকশিত হয়ে আরো বেশি গতিশীল হবে- যার মাধ্যমে অর্থনীতি আরো বেশি বেগবান হবে। আর এসকল অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখার জন্য দরকার সরকারের ধারাবাহিকতা রক্ষা করা।’

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :