সিলেট সিক্সার্সের অধিনায়ক এবার ওয়ার্নার

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:০৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তবে ওয়ার্নারকে শুধু ব্যাটসম্যানের ভূমিকাতেই দেখা যাবে না, তিনি পালন করবেন সিলেটের অধিনায়কের দায়িত্বও।

আগের আসরে সিলেটের অধিনায়ক ছিলেন নাসির হোসেন। তবে এবার নাসিরকে আর দলপতির ভূমিকায় দেখা যাবে না বলে নিশ্চিত করেছেন দলের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ। টাইগার অলরাউন্ডারের জায়গায় অভিজ্ঞ ওয়ার্নারের ওপর ভরসা রাখছেন তারা। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ এই ক্রিকেটার বিশ্বের প্রায় সব জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতেই খেলেছেন। তার অধিনায়কত্বে ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলের ২০১৬ সালের আসরে শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ।

উল্লেখ্য, আগামী ৬ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করবে সিলেট। দলে ওয়ার্নার ছাড়াও সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, সোহেল তানভীরের মত তারকা আছেন। দেশীয় তারকাদের মধ্যে হার্ডহিটার সাব্বির রহমান, পেসার তাসকিন আহমেদ উল্লেখযোগ্য।

(ঢাকাটাইমস/৭ ডিসেম্বর/এইচএ/এবিএ)