কাদের সিদ্দিকীর আপিল শুনানি পাঁচটার পর

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:৪২ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর আপিলের শুনানি আজ  বিকাল ৫ টা পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গত ২ ডিসেম্বর টাঙ্গাইল-৪ এবং টাঙ্গাইল-৮ আসনে তার মনোনয়নপত্র ঋণ খেলাপের দায়ে বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

শনিবার ইসিতে আপিল শুনানির তৃতীয় ও শেষ দিনে  বিকাল ৫ টা পর্যন্ত তা আপিল শুনানি স্থগিত করা হয়।

আপিলের শুনানি স্থগিত বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী জানান, ‘আমার আপিলের বিষয়গুলো দীর্ঘ হওয়ায় এটা আমার পড়ে শোনাতে অনেক সময়ের প্রয়োজন। তাই নির্বাচন কমিশনের আপিল বিভাগ আমাকে ৫টার পরে সময় দেবেন বলে আশ্বাস দিয়েছে। এজন্য  আমি নির্বাচন কমিশনের আপিল বিভাগকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।’

তিনি বলেন, ‘এবারের নির্বাচন বিগত বছরের নির্বাচনের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। জনগণ ভোটে দিতে চায় ভোটাররা নির্বিঘ্ন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। সুতরাং সাধারন ভোটাররা যাতে নিরাপদে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যবস্থা  নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।’

কাদের সিদ্দিকী বলেন, ‘আমার আপিল মঞ্জুর হলেও ধন্যবাদ। আমার আপিল নামঞ্জুর হলেও ধন্যবাদ। আমার একমাত্র চাওয়া হলো একটা সুষ্ঠু নির্বাচন। তাতে আমি নির্বাচন করতে না পারলেও আমার কোনো দুঃখ নেই।’

টাঙ্গাইল-৪ এবং টাঙ্গাইল-৮ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

ইসি সূত্রে জানা গেছে, ব্যাংকে ঋণ খেলাপি হওয়া তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

ঢাকাটাইমস/৮ডিসেম্বর /এসআর/ওআর