পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৫০

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৮

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত। শনিবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে শনিবার সকালে বীরগাঁও বাজারে করিমুল হক ও হাবিবুর রহমান কালুর লোকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে বিকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের অর্ধশত লোক আহত হয়।

গুরুতর আহতরা হলেন- কুহিনুর মিয়া, মিন্টু, বাসন মিয়া, মৃদুল, হাবিবুর রহমান কালু, গৌস উদ্দিন, এমাদাদ, জুসেন মিয়া, মোবেল, সুনম, রিয়াজ, তইবুল হক, আলী হোসেন, জাহাঙ্গীর, বদরুল, মাহবুবুর রহমান। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে এই ঘটনার জেরে যানবাহন ভাঙচুর করায় পাগলা-বীরগাঁও সড়কে যানবাহন চলাচল কয়েক ঘন্টা বন্ধ ছিল।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. ইফতিখার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি এখন পুলিশের অনুকূলে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :