২০ দলের শরিকরা পেল যেসব আসন

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৮, ২০:৪৮ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৫

অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ফাঁকা রাখা ৯৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে জামায়াতে ইসলামী ১৯টি, এলডিপি পাঁচটি, জমিয়তে ওলামায়ে ইসলামী তিনটি, জাতীয় পার্টি (জাফর) ও খেলাফত মজলিস দুটি করে, এনপিপি, বিজেপি, কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে। 

আর ঐক্যফ্রন্টের চার শরিক পেয়েছে ২০টি আসন। বাকি আসনগুলোতে বিএনপি নিজেদের প্রার্থী দিয়েছে।

এলডিপি যেসব আসন পেল 

লিবারেল ডেমোক্রেটিক পার্টির আসনগুলো হলো: চট্টগ্রাম-১৪ আসনে অলি আহমেদ, কুমিল্লা-৭ রেদোয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ শাহাদত হোসেন সেলিম, চট্টগ্রাম-৭ নুরুল আলম এবং ময়মনসিংহ-১০ সৈয়দ মাহবুব মোর্শেদ।

অন্য শরিকরা যেগুলো পেল
জমিয়তে ওলামায়ে ইসলামের তিনজন নেতা পেয়েছেন ধানের শীষ। এরা হলেন মনির হোসেন কাছেমী নারায়ণগঞ্জ- ৪, শাহীনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ-৩ এবং মোহাম্মদ ওয়াক্কাছ যশোর-৫।

জাতীয় পার্টির (কাজী জাফর) পেয়েছে দুটি আসন। এগুলো হলো টিআইএম ফজলে রাব্বী গাইবান্ধা-৩, আহসান হাবিব লিঙ্কন কুষ্টিয়া-২।

এনপিপির ফরিদুজজ্জামান ফরহাদ নড়াইল-২, কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিম চট্টগ্রাম-৫, বিজেপির আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭, হবিগঞ্জ-২ খেলাফত মজলিসের আবদুল

বাসিদ আজাদ এবং খেলাফত মজলিসের আহমাদ আবদুল কাদের হবিগঞ্জ-৪ আসনে লড়বেন।

এর বাইরে পিরোজপুর-২ আসনে মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়ন এখনো ঝুলে আছে।

বিএনপির মনোনয়ন পেলেন যারা

গাইবান্ধা-২ আব্দুল রশিদ সরকার, বগুড়া-৩ বিএনপির মাসুদা মোমিন তালুকদার, বগুড়া-৬ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৭ মোরশেদ মিল্টন, সিরাজগঞ্জ-২ বিএনপির রুমানা মাহমুদ, পাবনা-৫ বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাতক্ষীরা-৩ বিএনপির শহীদুল আলম, বরগুনা-১ বিএনপির মতিউর রহমান তালুকদার, বরগুনা-২ বিএনপির নুরুল ইসলাম মনি, পিরোজপুর-২ আহমেদ সোহেল মঞ্জুর সুমন/মোস্তাফিজুর রহমান ইরান, পিরোজপুর-৩ রুহুল আমিন দুলাল, পটুয়াখালী-২ শহিদুল আলম তালুকদার, সিলেট-১ খন্দকার আবদুল মোক্তাদির, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, নারায়ণগঞ্জ-১ কাজী মনিরুজ্জামান,  বিএনপির আজহারুল ইসলাম মান্নান, মানিকগঞ্জ-৩ বিএনপির আফরোজা খান রিতা, নরসিংদী-৩ মঞ্জুর ই এলাহী, নরসিংদী-৫ আশরাফ উদ্দিন বকুল, ময়মনসিংহ-১ আলী আজগর, ময়মনসিংহ-২ বিএনপির আবুল বাশার আকন্দ (পাল্টেছে), ময়মনসিংহ-৩ বিএনপির ইকবাল হোসেন (পাল্টেছে), জামালপুর-১ এম রশিদুজ্জামান মিল্লাত, নেত্রকোণা-৫ আবু তাহের তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া-২ বিএনপির আবদুস সাত্তার ভুঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ বিএনপির মুসলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ বিএনপির কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাহ্মণবাড়িয়া-৬ বিএনপির আবদুল খালেক, চাঁদপুর-৩ বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিক, কুমিল্লা-৬ আমিনুর রশিদ ইয়াসিন, চট্টগ্রাম-৪ আসলাম চৌধুরী (পাল্টেছে), চট্টগ্রাম-৮ এম মোরশেদ খান পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন। 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরও কিছু আসন ফাঁকা ছিল। এগুলো হলো নীলফামারী-২, দিনাজপুর-৩, কুমিল্লা-৫, কুমিল্লা-১০ এবং চট্টগ্রাম-৩।

ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/ডব্লিউবি