তিন পেসারের সঙ্গে একাদশে চার ওপেনার!

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৫ | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৫৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিন পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমানের সঙ্গে একাদশে ফিরেছেন রুবেল হোসেন। মিরপুরে টস হেরে ফিল্ডিং করতে নেমেছে মাশরাফি বাহিনী।

এছাড়া সৌম্য সরকার, ইমরুল কায়েসের সঙ্গে একাদশে রাখা হয়েছে লিটন কুমার দাসকেও। তবে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে ইমরুলকেই দেখা যেতে পারে। জিম্বাবুয়ে সিরিজে থাকা মোহাম্মদ মিঠুন বাদ পড়েছেন। যথারীতি মেহেদী হাসান মিরাজ রয়েছেন স্পিনিং অলরাউন্ডার হিসেবে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইরন পাওয়েল, শাই হোপ ( উইকেটরক্ষক), ডারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রস্টন চেজ, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমো পল, কেমার রোচ, ওশানে থমাস।

(ঢাকাটাইমস/ ৯ডিসেম্বর/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :