কেউ কোথাও নেই...

জসিম মল্লিক
| আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৩:৫০ | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৮

প্রায় দুসপ্তাহ সিঙ্গাপুর এবং থাইল্যান্ড ঘুরে অরিত্রি এখন টরন্টো। এখনও জেটল্যাগ কাটেনি। সিঙ্গারপুর থেকে বিরামহীন সতেরো ঘণ্টা ফ্লাই করে সানফ্রান্সসিসকো। ওখান থেকে ননস্টপ আরো ছয় ঘণ্টার ফ্লাইট, তারপর টরন্টো। লম্বা জার্নি। তার উপর আসার সময় ফ্লাইট ডিলে হওয়ার কারণে সিঙ্গাপুর দশ ঘণ্টা বেশি থাকতে হয়েছে। যাওয়ার সময়ও একই কাণ্ড। যখন যে এয়ারপোর্টে গিয়েছে আমাকে ম্যাসেজ দিত। এমনকি ব্যাংকক থেকে ফুকেট যাওয়ার সময়ও হোয়াটসঅ্যাপে ম্যাসেজ। হোটেলে চেকইন করেও তাই। কারণ অরিত্রি জানে কোথাও গেলেই তার বাবা টেনশন করবে। তাই টাইম টু টাইম আপডেট জানায়।

অরিত্রির মা টরন্টো নাই বলে একটু বেশি খোঁজ খবর নিচ্ছে একাকী বাবার। সুযোগ পেলেই চলে আসে বাসায়। আগেই জানিয়েছে শনিবার আসবে। আমি সকাল থেকে অপেক্ষায়। অর্ক আগেরদিন জানিয়েছে শনিবার আসতে পারবে না, রবিবার আসবে। শনিবার ওর বাসায় অফিসের বন্ধুদের জন্য ক্রিসমাস পার্টি। ব্যস্ত থাকবে।

০২

সকালে অরিত্রি আসছে না দেখে আমি ব্যাকুল হয়ে ফোন করলাম। তখন দুপুর সাড়ে বারোটা বাজে। প্রথমে ফোন ধরল না।

একটু পরেই কলব্যাক। ঘুম ঘুম কণ্ঠে বলল, বাবা ফোন করছিলা!

হ্যাঁ, তোমার না আসার কথা!

অরিত্রি বলল, জেটল্যাগ যায়নি এখনও তাই রাতে ঘুম হয়নি, সকালে ঘুমিয়েছি।

ওহ সরি আম্মু, ঘুমাও তাহলে।

না না ঠিক আছে। আমি আসছি।

কীভাবে আসবা!

বাসে চলে আসব।

দুইটার দিকে অরিত্রি আসল।

সকালে কিছু খেয়েছো!

না। খিদা ছিল না।

কিছু খাবার করে দেই!

ওকে দাও।

০৩

আমি এগ স্ক্রাম্বল এবং বেগেল টোস্ট করে দিলাম, আর চা। আমার হাতের চা না খেলে অরিত্রির দিনই শুরু হতো না। আজকে অনেকদিন পর চা বানালাম ওর জন্য।

সারাদিনে আর কিছু খেতে চাইল না। বলল, আমি ফুল বাবা।

আমি পাঁচটার দিকে বের হলাম।

তুমি কি থাকবা আম্মু! আমি একটু বের হচ্ছি।

ওকে তুমি যাও বাবা। আমি কিছুক্ষণ থাকব। বন্ধুরা আসবে। ওদের সাথে হ্যাংআউট করব। রাতে সাদ নিয়ে যাবে।

ঘর থেকে যখন বের হচ্ছি দেখলাম কাউচের ঠিক সেই জায়গাটায় বসে আছে ল্যাপটপ নিয়ে যেখানে আগে সবসময় বসে থাকত। যেনো সেই দৃশ্য। যেনো অরিত্রি কোথাও যায়নি। যেনো অরিত্রি এই বাসায়ই আছে। কিন্তু রাতে ঘরে ফিরে দেখি সব শূন্য। কেউ কোথাও নেই…!

লেখক: টরন্টো প্রবাসী সাংবাদিক

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :