রাবিতে রোকেয়া দিবস পালিত

রাবি প্রতিনিধি
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৬:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও সমাবেশ করেছে রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা এসোসিয়েশন’র (রুডা)।

রবিবার বেলা ১১টার দিকে রাকসু ভবনের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে বক্তারা তিনটি দাবি জানান। সেগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে রোকেয়া পদক চালু, বেগম রোকেয়ার ভাস্কর্য নির্মাণ ও প্রশাসনিকভাবে রোকেয়া দিবস পালন।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন বলেন, ‘ঊনবিংশ শতকে নারীরা ভোগ্যপণ্য হিসাবে ব্যবহৃত হতো। শিক্ষা দীক্ষায় তাদের কোনো অধিকার ছিল না। নারীদের ঘরকুনো করে রাখা হতো। বেগম রোকেয়া সেখান থেকে বাংলার মুসলিম নারীদের জন্য সমধিকার আদায়ের জন্য আন্দোলন করে গেছেন।’

এসময় অন্যদের মধ্যে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা টাইমস/০৯ ডিসেম্বর/প্রতিবেদক/এএইচ

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :