হাজীগঞ্জে চাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:০১

চাঁদপুরের হাজীগঞ্জের রেললাইনের পাশ থেকে এক চাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। তার নাম এরশাদ উল্যাহ কাঞ্চন (৩৮)।

রবিবার চাঁদপুর জিআরপি পুলিশের সহকারী উপপরিদর্শক রাশেদ এ মৃতদেহ উদ্ধার করেন।

নিহত এরশাদ উল্যাহ হলেন হাজীগঞ্জ বাজারের চাল ব্যবসায়ী আলহাজ¦ আবদুল মতিনের ছোট ছেলে।

নিখোঁজ ব্যবসায়ী এরশাদ উল্যাহর বড় ভাই আতিক উল্যাহ ডিলার জানান, শুক্রবার সকাল ৯টার সময় ব্যবসার বাকির টাকা তোলার জন্য কাঞ্চন দোকান থেকে বের হয়ে যান। এর পর আর তার খোঁজ মেলেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তার কোন খবর পাওয়া যায়নি।

তিনি জানান, রবিবার সকালে হাজীগঞ্জ স্টেশনের পশ্চিম পাশে ব্রিজের পূর্ব পাশে একটি মরদেহ দেখে স্থানীয়রা কাঞ্চনকে শনাক্ত করে তাদের ফোন করেন। তিনি বলেন, আমার ভাইয়ের সাথে কারো শত্রুতা নেই। ঠিক কি কারণে তাকে হত্যা করে লাশ এখানে ফেলে দেয়া হয়েছে তাও বুঝতে পারছি না। এরশাদ উল্যাহ কাঞ্চনের তিন ছেলে রয়েছে।

চাঁদপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :