জামালপুরে ১২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জামালপুরের পাঁচটি আসনে মোট ১২ জন প্রার্থী তাদের মনোননয় প্রত্যাহার করেছেন। এতে মোট ৪৪ জন বৈধ প্রার্থীর মাঝে এখন নির্বাচন করবেন ৩২ জন। তবে পাঁচটি আসনে হেভিওয়েট বিদ্রোহী কোনো প্রার্থী নেই।

রবিবার সকাল থেকেই প্রার্থীরা নিজ এলাকার রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।

প্রত্যাহার করা ১২ জন হলেন- জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নূর মোহাম্মদ (আ.লীগ), শাহাদৎ বিন জামান (বিএনপি), আব্দুল কাইয়ুম (বিএনপি)।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে এ এস এম আব্দুল হালিম (বিএনপি), মো. মনোয়ার হোসেন (বিএনপি)।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মো. বদরুদ্দোজা (বিএনপি), নঈম জাহাঙ্গীর (গণফোরাম), মো. শফিকুল ইসলাম (জেএসডি)। জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মো. রবিউল ইসলাম তরফদার (গণফোরাম)। জামালপুর-৫ (সদর) আসনে মো. রেজাউল করিম হীরা (আলীগ), মো. সিরাজুল হক (বিএনপি), মো. আমীর উদ্দিন (জেএসডি)।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় নির্বাচন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা