ময়মনসিংহে সাইকেল চালিয়ে স্কুলে এলো মেয়েরা

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:১৬

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস

ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চরনিলক্ষিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম সাইকেল চালিয়ে স্কুলে এলো ১৫ জন মেয়ে শিক্ষার্থী। ওই ইউনিয়নের লেতু মণ্ডল উচ্চ বিদ্যালয়ে রবিবার এ ঘটনা দেখা গেছে। জানা গেছে, ইউনিয়নটিতে তিনটি স্কুল, তিনটি মাদ্রাসা, একটি অনার্স কলেজ। এছাড়াও অনেক প্রাইভেট স্কুল কলেজ রয়েছে। অনেক মেয়ে সাইকেল চালাতে জানে, অনেক অভিভাবক শখ করে মেয়েদের সাইকেল কিনেও দিয়েছেন হয়তো। কিন্তু সাইকেল চালিয়ে স্কুল-কলেজে যাওয়ার উৎসাহ না দেয়ায় এবং পাছে লোকে কিছু বলে এই কারণে রাস্তায় বের হতে পারেনি।

স্থানীয় লেতু মণ্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা জানান, এখন আমি ঘোষণা দিলাম- আমার স্কুলে নতুন বছর থেকে দূরের মেয়েরা সাইকেল চালিয়ে আসতে হবে। মেয়েদের মাঝে অনেক আগ্রহ দেখলাম। বললাম, তাহলে আমরা ৯ তারিখ থেকে প্রথম শুরু করব। বেশ তাই হলো। আজ দলবেঁধে পনেরজন চলে এলো বাড়ি থেকে সাইকেল চালিয়ে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)