২৯৮ আসনে লড়বে ইসলামী আন্দোলন

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ১২:২৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ১২:২৫

নিজস্ব প্রতিবেদক

২৯৮ আসনে সংসদ নির্বাচনে লড়বেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এককভাবে নির্বাচন করা এই দলটি ৩০০ আসনে তাদের দিলেও রিটার্নিং অফিসারদের যাচাই-বাছাইয়ে ১৯ জনের মনোনয়ন বাতিল হয়। পরে নির্বাচন কমিশনে আপিল করে  ১৬ জন বৈধতা পেয়েছেন।

এর বাইরে লক্ষ্মীপুর-৪ আসনে মো. শরীফুল ইসলামকে বিকল্প প্রার্থী হিসেবে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ফলে ইসলামী আন্দোলনের বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২৯৮ জনে।

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘ক্ষমতায় যাওয়ার রাজনীতি ইসলামী আন্দোলন করে না। আমাদের মূল লক্ষ্য ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা। ফলে, আদর্শগত মিল না হলে ক্ষমতায় যাওয়ার জন্য কোনো জোটে আমরা যাব না। এককভাবে ২৯৮ আসনে আমাদের দলের প্রার্থীরা লড়বেন। নির্বাচন সুষ্ঠু হলে আমরা ভালো ফল প্রত্যাশা করি।’