হিরো আলমের মনোনয়ন জমা নেওয়ার নির্দেশ

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৫ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ১৬:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জালালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে হিরো আলমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাওছার আলী।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

স্বতন্ত্র হিসেবে কেউ প্রার্থী হতে চাইলে বা নির্বাচন করতে চাইলে মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর দাখিল করার কথা। তাঁর মনোনয়নপত্রে নির্ধারিত ভোটারের স্বাক্ষর ছিল না জানিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা

পরে প্রার্থিতা ফিরে পেতে হিরো আলম নির্বাচন কমিশনে আপিল করেন। ইসিতে আপিল শুনানিতেও তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

আপিলের যুক্তিতর্কে কমিশনের এজলাস থেকে বলা হয়, এক শতাংশ ভোটারদের তালিকা হিরো আলম দিয়েছেন তা সঠিক নয়। তার দেয়া তালিকার ১০ জনের স্বাক্ষ্য তদন্ত মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়ার পর এজলাস থেকে বেরিয়ে হিরো আলম সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আমি আপিল করেছিলাম। সেটা নামঞ্জুর করা হয়েছে। নমিনি খুজে না পাওয়ায় মনোনয়ন বাতিল করেছে ইসি। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন না দেওয়ার কারণ আমি মনে করি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, ‘আর এসব কিছু রাজনৈতিক চালে চলছে। আমি এখন হাইকোর্টে আপিল করব, আমি এর শেষ দেখে নেব। রাজনীতির মাঠ থেকে চলে যাওয়ার হিরো আলম আমি না। হিরোকে এতো সহজে জিরো করা যাবে না।’

এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পাটির ‘লাঙ্গল’মার্কার মনোনয়ন না পেয়ে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সিডি ব্যবসায়ী থেকে তারকা বনে যাওয়া হিরো আলম।  তার মনোনয়ন দাখিলের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

ঢাকাটাইমস/১০ডিসেম্বর/ওআর