‘কামরুল নিরাপত্তা পান, আমি কেন পাব না’

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ১৭:১১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ১৯:০৫

নিজস্ব প্রতিবেদক

নিজের নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ঢাকা-২ আসনের বিএনপি প্রার্থী ইরফান ইবনে আমান অমি। বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মন্ত্রী হিসেবে নিরাপত্তা পাবেন। তাই তারও নিরাপত্তা জরুরি।

সোমবার দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেন ইরফান। তিনি বিএনপির জ্যেষ্ঠ নেতা আমানউল্লাহ আমানের ছেলে। এই আসনে আমান ছিল বিএনপির প্রথম পছন্দ। কিন্তু দুর্নীতির মামলায় দ-ের কারণে তার প্রার্থিতা বাতিল হয়েছে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ইরফান বলেন, ‘আমি ইসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি এবং আমার নিরাপত্তার জন্য একটা চিঠি দিয়েছি। আমার প্রতিপক্ষ কামরুল ইসলাম। উনি পুলিশ প্রকোটল নিয়ে ঘুরছে। আমিও তো প্রার্থী; আমার সাথে কেন পুলিশ থাকবে না? আমি আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কামরুল ইসলাম যদি নিরাপত্তা পেতে পারে আমিও পেতে পারি। এটায় তো লেভেল প্লেয়িংয়ের হিসাব।’

ইসি থেকে কী বলা হয়েছে জানতে চাইলে বিএনপির প্রার্তী বলেন, ‘ইসি বলেছে তারা দেখছে এবং চেষ্টা করবে। আমি আশাবাদী তারা সহযোগিতা করবে। কারণ আমি যখন গণসংযোগ করব তখন পুলিশ প্রটোকল থাকবে দরকার।’

কতজন নিরাপত্তা-কর্মী জন্য চেয়েছেন জানতে চাইলে ইরফান বলেন, ‘সেটা (ইসি) তারা যা ভালো মনে করবে তাই করবে।’
প্রতিপক্ষকে হুমকি মনে করছেন কিনা জানতে চাইলে বিএনপি নেতা বলেন, ‘না, প্রতিপক্ষকে হুমকি মনে করছি না। কিন্তু আমাদের নেতাকর্মীরা হুমকিতে আছে। তাদের আটক করা হচ্ছে, মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সেসব বিষয় ইসিতে বলেছি।’