কুড়িগ্রামে ৪টি আসনে প্রতীক বরাদ্দ

ইমরান সরকার পেলেন মোটরগাড়ি

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৮, ১৮:২৫

কুড়িগ্রামের চার সংসদীয় আসনে ৩৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আরেঅচিত গলজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার পেয়েছেন মোটরগাড়ি প্রতীক।

সোমবার সকালে জেলা প্রশাসক হলরুমে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বিতরণ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা পারভীন।

প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপিসহ দলীয় ৩২ এবং স¦তন্ত্র চারজন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীরা সবাই কুড়িগ্রাম-৪ আসনের। এই আসনে স্বতন্ত্রসহ মোট প্রার্থী ১৩ জন। এ ছাড়া কুড়িগ্রাম-৩ আসনে দলীয় ৮ জন, কুড়িগ্রাম-২ আসনে দলীয় ৭ জন এবং কুড়িগ্রাম-১ আসনে ৮ জন প্রার্থী রয়েছেন।

গতকাল প্রতীক বরাদ্দের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমিন আল পারভেজ প্রমুখ।

হাইকোর্টে আপিল করে প্রার্থিতা পাওয়া কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মোটরগাড়ি (কার) প্রতীক পেয়েছেন। অনু তিন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ইমান আলী পেয়েছেন ডাব প্রতীক, মো. ইউনুছ আলী কুড়াল এবং সাবেক এমপি মো. গোলাম হাবিব পেয়েছেন সিংহ প্রতীক পান। দলীয় প্রার্থীরা হলেন জাতীয়র পার্টির লাঙ্গল প্রতীকে মোহাম্মদ আসরাফ উদ দৌলা, বিএনপির ধানের শীষে আজিজুর রহমান, ইসলামী আন্দোলনের হাতপাখায় আনছার উদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক (বাসদ) দলের মই প্রতীক আবুল বাশার মঞ্জু, গণতন্ত্রী পার্টির কবুতর আব্দুস সালাম কালাম, আওয়ামী লীগের নৌকা জাকির হোসেন, ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীক মহী উদ্দিন আহমেদ, গণফোরামের উদীয়মান সূর্য প্রতীক মাহফুজার রহমান ও জাকের পার্টির গোলাপ ফুল পেয়েছেন শাহ আলম।

কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে অধ্যাপক এম এ মতিন, জাতীয় পার্টির লাঙ্গল পেয়েছেন ডা. আক্কাছ আলী সরকার, বিএনপির ধানের শীষ তাসভীর উল ইসলাম, ইসলামী আন্দোলনের হাতপাখা গোলাম মোস্তফা মিঞা, কমিউনিস্ট পার্টির কাস্তে দেলওয়ার হোসেন, জাতীয় পার্টি জেপির বাইসাইকেল মনজুরুল হক, কৃষক শ্রমিক জনতা লীগের গামছা হাবিবুর রহমান ও বাসদের মই প্রতীকে লড়বেন সাইদ আখতার আমীন।

কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পনির উদ্দিন আহমেদ, বিকল্পধারা বাংলাদেশের কুলা আবুল বাশার, গণফোরামের (ঐক্যফ্রন্ট) ধানের শীষ আ ম সা আ আমিন, কমিউনিস্ট পার্টির কাস্তে উপেন্দ্র নাথ রায়, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম আব্দুর রশিদ, ইসলামী আন্দোলনের হাতপাখা মোকছেদুর রহমান, বাসদের মই প্রতীকে লড়বেন মোনাব্বর হোসেন।

কুড়িগ্রাম-১ আসনের প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের আছলাম হোসেন সওদাগর নৌকা প্রতীক, জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমান লাঙ্গল, বিএনপির সাইফুর রহমান রানা ধানের শীষ, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান প্রধান হাতপাখা, জাকের পার্টির আব্দুল হাই গোলাপ ফুল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জাহিদুল ইসলাম আম, জাতীয় পার্টি জেপির রশীদ আহমেদ বাইসাইকেল ও তরিকত ফেডারেশনের কাজী লতিফুল কবির রাসেল ফুলের মালা প্রতীক পেয়েছেন।

প্রতিক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা পারভীন প্রার্থীদের উদ্দেশে নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :