আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ২১:০৬

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস

‘শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত  হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায়।
আলোচনা সভা শেষে দেশব্যাপী পরিচালিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পাঁচ ক্যাটাগারিতে পাঁচজন নারীকে সম্মাননা দেয়া হয়।

সমাজসেবায় ঝর্ণা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে উদ্যোমী জীবন শুরু করায় মুক্তা খানম, শিক্ষা ও চাকরিতে আর্জিনা খাতুন, সফল জননী মরিয়ম সাঈদ ও অর্থনৈতিক সফলতায় তাছলিমা বেগমকে এ সম্মাননা দেয়া হয়।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)