বোলিংয়ে নিষিদ্ধ আকিলা ধনাঞ্জয়া

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৮, ১১:২২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ১১:২৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

অ্যাকশনে ক্রটি ধরা পড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার অফস্পিনার আকিলা ধনাঞ্জয়ার বোলিং নিষিদ্ধ ঘোষনা করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা সোমবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে । তবে ঘরোয়া ক্রিকেটে বোর্ডের অনুমতি নিয়ে বল করতে পারবেন আকিলা।

গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে গল টেস্টে আকিলার অ্যাকশন নিয়ে সন্দেহ হয় আম্পায়ারের। এরপর ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে বোলিং অ্যাকশনের শুদ্ধি পরীক্ষা দেন তিনি। পরীক্ষায় দেখা গেছে, বল ডেলিভারি দেয়ার সময় বৈধ সীমার (১৫ ডিগ্রি) অধিক বেঁকে যাচ্ছে তার কনুই। অ্যাকশন শুধরে পুনরায় শুদ্ধি পরীক্ষায় পাস করে তবেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন আকিলা।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে  টেস্ট অভিষেক হয় আকিলা ধনাঞ্জয়ার। শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৫ টেস্টে ২৪.২৫ গড়ে ২৭টি উইকেট নিয়েছেন এই অফস্পিনার। ওয়ানডেতে গত এক বছর ধরে লঙ্কানদের সবচেয়ে সফল বোলার তিনি।  ২৬.৯৩ গড়ে নিয়েছেন ৪৬ উইকেট। এছাড়া ১৬ টি-টোয়েন্টিতে ১৪ উইকেট আছে তার। 

(ঢাকাটাইমস/ ১১ ডিসেম্বর/এবিএ)