সৈয়দপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

নীলফামারী প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৮ | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৮, ১৫:৫২

নীলফামারীর সৈয়দপুরে আঞ্জুয়ারা বেগম লিজা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আতাউর রহমান মুন্নার বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাতটায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট প্রজাপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত লিজা উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর পাঠানপাড়ার আমিনুল ইসলামের মেয়ে। তার স্বামী মুন্না একই ইউনিয়নের প্রজাপাড়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে।

লিজার পরিবারের অভিযোগ, বছর খানেক আগে সম্পর্ক করে তাদের মেয়ের সঙ্গে বিয়ে হয় মুন্নার। লিজার স্বামী একটি ধর্ষণ মামলার আসামি। লিজার চাকরির বেতনের টাকা দিয়ে সেই মামলার খরচ চালাতেন মুন্না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। লিজা চাকরি ছেড়ে দিতে চাইলে মুন্না তাকে চাপ সৃষ্টি করে। এসব নিয়ে বাকবিত-ার এক পর্যায়ে মঙ্গলবার রাতে তাকে গলাটিপে হত্যা করে মুন্না। পরে মরদেহ ঝুলিয়ে মুন্নার পরিবার সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে লিজার পরিবার।

এ ব্যাপারে লিজার স্বামী মুন্না বলেন, ‘সকালে কোনো কারণ ছাড়াই আমার স্ত্রী হঠাৎ আত্মহত্যা করেছে। আমি তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে যাওয়ার পর চিকিৎসক লিজাকে মৃত ঘোষণা করেন।’

হাসপাতাল সূত্রে জানা যায়, ‘নিহত লিজার গলায় রশির দাঁগ পাওয়া গেছে। তবে শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন বা মারধর করার দাঁগ পাওয়া যায়নি।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা রিপোর্ট পেলেই জানা যাবে। পরে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

ঢাকা টাইমস/১১ ডিসেম্বর/প্রতিবেদক/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :