ভ্যাট দিবসে ফরিদপুরে মতবিনিময়

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৬

ফরিদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস

‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ স্লোগানে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালনে ব্যবসায়ীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহযোগিতায়  মঙ্গলবার দুপুরে চেম্বারের হলরুমে এ সভার আয়োজন করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. শওকাত হোসেন। বক্তব্য দেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, ইমদাদুল হক, মিজানুর রহমান প্রমুখ ।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের ভ্যাট কর্মকর্তা ফয়সাল বিন রহমান।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিবেদক/এআর)