গোপালগঞ্জের পথে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৮, ১০:৫৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম প্রচারণায় অংশ নিতে জন্মস্থান গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার সকাল নয়টার দিকে তিনি গণভবন থেকে সড়কপথে রওনা হন।

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নির্বাচনের প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী। নিজ নির্বাচনী আসন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) এর কোটালীপাড়া উপজেলায় প্রথম নির্বাচনী জনসভা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন ও জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দুদিন আগে থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দুই উপজেলাজুড়ে উৎসবের আমেজ। বিশেষ করে, জনসভার প্রচার-প্রচারণায় মুখরিত বর্ণিল সাজে সজ্জিত হয়েছে কোটালীপাড়া।

দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমেই বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দেবেন, ফাতেহা পাঠ করবেন ও মোনাজাতে অংশ নেবেন শেখ হাসিনা। এরপর দুপুর আড়াইটার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

মহাজোটনেত্রীর এই জনসভা সফল করতে গতকালই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গোয়েন্দা সংস্থার কর্মীরা।

জনসভা শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন শেখ হাসিনা। এ সময় তিনি সাতটি স্থানে পথসভা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। জায়গাগুলো হচ্ছে- ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়াঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ড।

ঢাকা টাইমস/১২ ডিসেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :