ফরিদগঞ্জ ওসির প্রত্যাহার চায় বিএনপি

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৮, ২১:৪৫

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

‘বিনা উস্কানিতে পুলিশ আমাদের শান্তিপূর্ণ শোডাউনে হামলা করেছে। আমাদের নেতাকর্মীদের পিটিয়ে আহত করেছে। গ্রেপ্তার করেছে। অতি উৎসাহী হয়ে পুলিশ আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।’ প্রতিবাদ সংবাদ সম্মেলনে এসব অভিযোগের কথা বলেন চাঁদপুর-৪ আসনের ধানের শীষের প্রার্থী এম. এ. হান্নান। এ সময় তিনি ওসির প্রত্যাহারও দাবি করেন।

বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।

এম. এ হান্নান বলেন, আমরা মার্কা পেয়ে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনী প্রচার-প্রচারণায় নামার সাথে সাথে পুলিশ আমাদের বাধা দেয়। আমরা শান্তিপূর্ণ প্রচারণা নিয়ে বাজারে পৌঁছলে পুলিশ অতর্কিত হামলা করে। গুলি বর্ষণ করেছে। পুলিশের হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ ইউনুছ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমানত গাজীসহ ২০/২৫ জনকে আহত হয়। এখন পুলিশ উল্টো গল্প তৈরি করেছে। আমরা রিটার্নিং অফিসারের কাছে এ হামলার তদন্তপূর্বক বিচার দাবি করছি।’

সংবাদ সম্মেলনে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ ইউনুছ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমানত হোসেন গাজী, পৌর কাউন্সিলর জাকির হোসেন গাজী, পৌর যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান রেবেকা সুলতানা প্রসুখ।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)