নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ১২:২৯

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, রুবেল (১৫) ও আজিজুল (১৬)। 
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল  দেড় ঘণ্টা অভিযান চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। 

ফায়ার সার্ভিস জানায়, উপজেলার  মেধা গ্রামের দুই কিশোর বুধবার দুপুর ২ টার দিকে বাড়ির পাশ দিয়ে প্রবাহিত কংশ নদীতে গোসল করতে যায়। সাঁতার কাটার সময় জিন্সপ্যান্ট পরিহিত অষ্টম  শ্রেণির শিক্ষার্থী রুবেল পানিতে ডুবে যেতে থাকে। তাকে উদ্ধার করতে গিয়ে সঙ্গী আজিজুলও ডুবে যায়।
খবর পেয়ে স্থানীয়রা অনেক চেষ্টা চালিয়েও মরদেহ উদ্ধার করতে পারেনি। পরে বিকাল ৫টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম লিডার সারোয়ার  হোসেনের  নেতৃত্বে ডুবুরি ইদ্রিস আলী ও সহকারি আনোয়ার হোসেন প্রায়  দেড়ঘণ্টা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।

ডুবুরি ইদ্রিস আলী বলেছেন, শীতের জন্য মরদেহ দুটি নদীর তলদেশে ফ্রিজিং অবস্থায় পড়েছিল। শীতে পানি  থেকে লাশ  ভেসে উঠতে ২/৩ দিন সময় লেগে যায়। প্রথমে রুবেলের মরদেহ উদ্ধার করেন তিনি। অল্প সময়ের মধ্যে রুবেলের মরদেহের ১০ ফুটের ভেতরে আজিজুলের মরদেহের সন্ধান  পেয়ে তার মরদেহও উদ্ধার করা হয়। 
ডুবুরি দলের ধারণা, জিন্সপ্যান্ট পরিহিত রুবেল সাঁতার কাটার সময় টাইট জিন্স প্যান্টের ভারে ক্লান্ত হয়ে ডুবতে থাকেন। তাকে উদ্ধার করতে গিয়ে দুজনই একসাথে তলিয়ে যায়। 

স্থানীয়রা জানায়, নিহত রুবেল  মেধা গ্রামের আইনুল হকের পুত্র। তিনি ঢাকায় অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা শেষে মঙ্গলবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। নিহত আজিজুল একই গ্রামের সুরুজ আলীর ছেলে। দুই কিশোর সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে।
ঢাকা টাইমস/ ১৩ডিসেম্বর/প্রতিবেদক/ওআর