দুই বাংলার আর্ন্তজাতিক চিত্রকলা প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৮, ১২:৪৮

নস্টালজিয়া শিরোনামে বাংলাদেশ ও ভারতের চিত্রশিল্পীদের যৌথ আর্ন্তজাতিক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে। পাঁচ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে কলকাতার বিড়লা একাডেমি অব আর্ট অ্যান্ড কালচারে।

চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রসমালোচক শিল্পী দেবব্রত চক্রবর্তী, শিল্পী বাদল পাল, চলচ্চিত্র অভিনেতা অমিতাভ ভট্টাচার্য্য এবং বিড়লা একাডেমি অব আর্ট অ্যান্ড কালচারের কিউরেটর শিখা রায়।

প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন চিত্রশিল্পী নেসার আহমেদ, চিত্রশিল্পী শারমিন রহমান খান ইতি। তিনি বলেন, ‘ভিনদেশি শিল্পীদের সঙ্গে নিজেদের চিত্রকর্মের প্রদর্শনী শিল্পের আদান-প্রদানে দারুণ ভূমিকা রাখে। চমৎকার এরকম আয়োজন যেন আরো হয় সে ব্যাপারে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি।’

ভারতের বিভিন্ন রাজ‌্যের ২২ জন এবং বাংলাদেশের দু'জনসহ মোট ২৪ জন শিল্পীর অংশগ্রহণে এ প্রদর্শনী শেষ হবে ১৬ ডিসেম্বর। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীর ফটক খোলা থাকবে।

ঢাকা টাইমস/১৩ ডিসেম্বর/এসএস

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :