মাদারীপুর-১

প্রচারে সরব বিএনপির লাভলু সিদ্দিকী

মাদারীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৪:৩২

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী নিরবিচ্ছন্নভাবে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলার সন্ন্যাসীরচর এলাকায় বিএনপির ইউপি সভাপতি গিয়াস উদ্দিন মৃধার বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী দাবি করেন, ‘সাধারণ মানুষের মাঝে একটি আতঙ্ক রয়েছে, ভোট হবে কি না, ভোটকেন্দ্রে যেতে দেয়া হবে কি না? যত ধরনের বাধা আসুক, হুমকি আসুক, সব কিছু মোকাবেলা করে মাঠে থাকব।’ নিরপেক্ষ ভোট হলে বিএনপি এই আসনে জিতবে বলে দাবি করেন তিনি।

লাভলু সিদ্দিকী বলেন, ‘মাদারীপুর-১ আসনের জনগণ আওয়ামী লীগের জন্য তাদের ন্যায্য কথা বলতে পারছে না। এই এলাকায় চেয়ারম্যান-মেম্বার কোনো নির্বাচন হয় না, নিজেদের মতো করে তারা জনপ্রতিনিধি বানাচ্ছেন। সাধারণ মানুষ তার গণতন্ত্র রক্ষায় ভোট দিতে চায়, কিন্তু পারে না। বিএনপি জাতীয় নির্বাচনে মাঠে নেমেছে বলেই আওয়ামী লীগ সমর্থন-কর্মীরাও বিএনপির ভয়ে মাঠে ভোট চাচ্ছেন। আমাকে তৃণমূল মানুষেরা ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করবে।’

গিয়াস উদ্দিন মৃধার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাখাওয়াহ হোসেন নান্নু মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মৃধা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, পাঁচ্চর ইউপি যুবদল সভাপতি লোকমান বেপারীসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মী।

শিবচর পৌরসভাসহ ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-১ আসনে মোট ভোটার দুই লাখ ৩২ হাজার ৮০৪ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ২১ হাজার ৪৬ জন, আর নারী ভোটারের সংখ্যা এক লাখ ১১ হাজার ৭৫৮ জন।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বর্তমান সরকারই ভারতীয় পণ্য: গয়েশ্বর 

বিএনপি নেতাদের বানোয়াট কথা শুনে জিয়াউর রহমান কবরে শুয়ে লজ্জা পায়: পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ বিদেশিদের দাসত্ব করে না: ওবায়দুল কাদের 

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :