শহীদদের স্মরণে কোরআন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ১৬:১২

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

বিজয়ের মাসে দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে গাজীপুরের কাপাসিয়া ক্বওমী পরিষদের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহষ্পতিবার উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদী গ্রামের শামসুল আলম খান মিলনায়তনে ১০টি মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইসলামী সঙ্গিত, কোরআন প্রতিযোগিতা, কোরআন খতম ও পুরুষ্কার বিতরণ শেষে শহীদদের স্মরণে দোয়া করা হয়। এসময় চাঁদপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান। এছাড়াও উপজেলা ক্বওমী পরিষদের সভাপতি মুফতি আজমল খান, উপজেলা ক্বওমী পরিষদের প্রধান উপদেষ্টা শাইখুল হাদীস আল্লামা বাহাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

এসময় চেয়ারম্যান মিজানুর রহমান সরকার বলেন, ‘আয়ামীলীগ সরকার ইসলামের বিভিন্ন উন্নয়নে অগ্রনী ভূমিকা রেখেছে তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।’

অনুষ্ঠানে ইউনিয়ন ক্বওমী পরিষদের সভাপতি জাকির হোসাইন বলেন, ‘ক্বওমী পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন যার মূল লক্ষ হচ্ছে মুসলমাদের মাঝে ইসলামের আলো পৌছে দেওয়া এবং গরিভ ও অসহায় মানুষকে সাহায্য করা।’

আল্লামা বাহাউদ্দিন আহমদ বলেন, ‘শহীদের আত্নত্যাগের চেতনা তরুণ প্রজন্মের মাঝে উদ্বুত করতে হবে।’

দোয়া মাহফিলে আরো ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার নূর মোহাম্মদ; ভাকোয়াদী উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক হালিম সরকার, সাবেক শিক্ষক হালিম ভূইয়া, মুফতি জাকির হোসাইন, হাফেজ শামীম আহমেদ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকগণ।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/শাশি/এসএস