খালেদা জিয়ার মুক্তি প্রত্যাশা করলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:২৩

কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি প্রত্যাশা করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। একই সঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার প্রতি দোয়াও করেছেন।

এ আসনের মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম ওসমান বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। তাকে আমি সম্মান করি। আমি দোয়া করি বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে কারাভোগ কাটিয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসুক।’

এর আগে তিনি বলেন, ‘আমি আবুল কালামের সাথে নির্বাচন করতে পারলে তৃপ্তি পেতাম। কেননা, তিনি তিনবারের এমপি। তার মাথায় কিছু আছে। তার বাবা এমপি ছিলেন। আমার বাবাও এমপি। বিএনপির ভাইয়েরা তৈমুরকে কুরবানি দিয়েছে। এবার তারা জোড়া কুরবানি দেবে। তাই বলি এসব চিটা ধান মানুষ আর বিশ্বাস করে না।’

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের নোয়াদ্দা কাইতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাজোটের প্রার্থী সেলিম ওসমান আরো বলেন, ‘বন্দরের মানুষ আর নারায়ণগঞ্জের দ্বারস্থ হবে না। বন্দরই হবে বন্দর নারায়ণগঞ্জ। ইনশাআল্লাহ বন্দরে কোন প্রাইমারি স্কুল আর চার তলার নিচে থাকবে না। স্কুলগুলোকে করা হবে ছয় তলা। তাই আবারো দরকার শেখ হাসিনা সরকার। বন্দরে কোন বেকার ছেলে যেন বাড়িতে বসে থাকতে না পারে। প্রত্যেকটি বাড়ির যুবকদের কাজ করতে হবে। চেঞ্জ অর ডাই। হয় পরিবর্তন করো না হয় মরো।’

সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা মহিলালীগের সভাপতি ড. শিরিন বেগম, নারায়ণগঞ্জ আদালতের পিপি এসএম ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ আহমেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সালাম প্রমুখ।

প্রসঙ্গত, এ আসনে সেলিম ওসমানের পক্ষে সরাসরি নির্বাচনী মাঠে নেমেছেন বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম শকু, দপ্তর সম্পাদক হান্নান সরকার, সিটি কর্পোরেশনের বিএনপির কাউন্সিলর সুলতান আহমেদ, কাউন্সিলর গোলাম নবী মুরাদসহ বিএনপির বেশ কজন কাউন্সিলর। তারা নিয়মিত সেলিম ওসমানের নির্বাচনী সভায় গিয়ে সেলিম ওসমানকে নির্বাচিত করার ঘোষণা দিচ্ছেন। এ আসনে বিএনপি থেকে কাউকে মনোনীত করা হয়নি। এখানে ঐক্যফ্রন্টের প্রার্থী নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরামকে ধানের শীষ প্রতীকে করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :