নোয়াখালীতে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ১০

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৮

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস

নোয়াখালী-৬ হাতিয়া আসনের বিএনপি প্রার্থী ফজলুল আজিমের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় আটটি গাড়ি ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নলেরচর এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

নোয়াখালী-৬ হাতিয়া আসনে ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ ইউনুস জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফজলুল আজিম নেতাকর্মীদের নিয়ে নলেরচরের থানারহাট বাজার ও দরবেশ বাজারে দুটি পথসভা করেন। পথসভা শেষে আল আমিন বাজার যাবার পথে আওয়ামী লীগের একদল নেতাকর্মী নৌকা মার্কা স্লোগান দিয়ে বহরে হামলা চালায়। এতে ১০ জন আহত হয়েছে ও আটটি গাড়ি ভাঙচুর করা হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’

বিএনপির অভিযোগ অস্বীকার করে আসনটির নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট  ইউসুফ আলী জানান, সন্ধ্যায় বিএনপি প্রার্থী ফজলুল আজিমের সমর্থকরা দরবেশ বাজার ও আল আমিন বাজারে নৌকার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। তাই এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে। ঘটনার সাথে স্থানীয় আওয়ামী লীগের কোন নেতাকর্মী জড়িত ছিল না বলেও দাবি করেন তিনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এলএ)