রেলমন্ত্রীর জন্য ভোট চাইলেন স্ত্রী রিক্তা

কুমিল্লা প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৮, ২২:৪২

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের আওয়ামী লীগ প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হকের জন্য ভোট চেয়েছেন তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা। বৃহস্পতিবার দিনব্যাপী চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মন্ত্রীর পথসভা ও গণসংযোগকালে রিক্তা স্বামীর জন্য ভোট চান।

এসময় মন্ত্রী বলেন, ‘যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, যারা জ্বালাওপোড়াও করে মানুষ হত্যা করেছে যারা মানুষের বিপদে এগিয়ে আসেনি, যারা গত ১০ বছর মানুষের সাথে কোন সম্পর্ক রাখেনি, তাদের কেন ভোট দেবেন? যারা চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত হয়ে চৌদ্দগ্রামের মানুষের সাথে বেঈমানি করেছে তাদের চৌদ্দগ্রামবাসী প্রত্যাখ্যান করেছে।’

তিনি বলেন, ‘জামায়াত নির্বাচন কমিশন থেকে একটি সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়ে একটি নিষিদ্ধ দল হয়েছে। তাদের কোন সঠিক চরিত্র নেই নীতি নেই। এরা নিজেদের স্বার্থে যে কোন সময় চরিত্র পরিবর্তন করে ফেলে। অতীতে তাদের মার্কা তথা প্রতীক ছিল দাঁড়িপাল্লা। এবছর এরা তা পরিবর্তন করে ধানের শীষ নিয়ে মাঠে নেমেছে। তাই আগামী ৩০ তারিখ চাওয়ার জন্য আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এবং আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হলে চৌদ্দগ্রামের প্রতিটি গ্রাম হবে শহর।’

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :