ঐক্যফ্রন্টের দেশবিরোধীদের নির্মূল করতে হবে: খালিদ

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৩

ঐক্যফ্রন্টের নামে দেশবিরোধীদের নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার বিকালে বিরল উপজেলা মুক্তমঞ্চে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিরল মুক্তদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খালিদ বলেন, ‘দেশবিরোধী চক্ররা আজকে স্বাধীনতাবিরোধীদের নিয়ে ঐক্য গড়ে তুলেছে। ৩০ তারিখের নির্বাচনে তাদের নির্মূল করতে হবে। কুকুরের লেজে ঘি মেখে লাভ নেই। এই লেজ সোজা হবে না, এই লেজ কেটে দিতে হবে।’

‘১৯৭১ সালের শুধু ১৪ই ডিসেম্বরই নয়, যুদ্ধচলাকালীন নয় মাস বেছে বেছে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিলো। ১৪ ডিসেম্বর বিজয়ের আগে পরিকল্পিতভাবে সর্বশেষ গণহত্যা করা হয়েছিলো। যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো তাদের জিয়াউর রহমান ও বিএনপি পুরস্কৃত করেছে।’

খালিদ বলেন, ‘আজকে তাদের সঙ্গে নতুন করে জোট বেঁধেছে ড. কামাল হোসেন। তিনি অপরাধীদের নিয়ে শহীদ মিনারে যাওয়ার ঔদ্ধত্য দেখায়। ৪৮ বছর প্রমাণ হয়েছে বর্ণচোরা কামাল হোসেন মুক্তিযুদ্ধের সময় এবং আওয়ামী লীগের মধ্যে তিনি গুপ্তচরবৃত্তি করেছেন, আজকে তা জনগণের সামনে পরিস্কার।’

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌর মেয়র সবুজার সিদ্দিকী সাগর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ। এর আগে সকালে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী।

ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/টিএ/এলএ

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বেড়েই চলছে: ড্যাব 

দেশের প্রতিটি গুমের পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী: রিজভী

বিএনপিকে প্রতিহত করে বিজয় সুসংহত করতে হবে: ওবায়দুল কাদের 

উপজেলায়ও সমঝোতা চায় ১৪ দল, জয় নিশ্চিত করতে চাচ্ছেন শেখ হাসিনার সাক্ষাৎ 

বর্তমান ইসির অধীনে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা ১২ দলীয় জোটের

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে: মির্জা ফখরুল

সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্য নষ্ট করতে দেব না: নাছিম

ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি

এই বিভাগের সব খবর

শিরোনাম :