ফরিদপুরে আ.লীগ নেতা মামুন হত্যার প্রতিবাদে মিছিল-সমাবেশ

ফরিদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৭

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আল মামুনকে হত্যার প্রতিবাদে ফরিদপুরে মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ।

শুক্রবার বিকেলে কোতোয়ালি থানা আওয়ামী লীগের উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

সমাবেশে নিহত ইউসুফ আল মামুনের ভাই সোহরাব বেপারী কান্নাজড়িত কণ্ঠে তার ভাইয়ের হত্যাকারীদের বিচার দাবি জানান। হত্যা মামলার সকল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা।

ইউনিয়নের গোলডাঙ্গি গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় ইউসুফ আল মামুনকে হত্যা করা হয়। এ ঘটনায় বিএনপির ৪০ জন নেতাকর্মীর নামোল্লখসহ অজ্ঞাত আরো আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়েছে। শুক্রবার পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, দপ্তর সম্পাদক অ্যাড. অনিমেষ রায়, অ্যাড. স্বপন পাল, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, নিহতের ভাই সোহরাব বেপারী প্রমুখ। ফরিদপুরে পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

বক্তারা বলেন, নির্বাচনের পরিবেশকে বিঘœ করার জন্য বিএনপি ফরিদপুরে সন্ত্রাস সৃষ্টি করেছে। তাদের নেতা নর্থচ্যানেল ইউনিয়নে গিয়ে বাঁশের লাঠি তৈরি করে আওয়ামী লীগ নেতাদের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন। এর জেরে তারা আওয়ামী লীগ নেতা ইউসুফ আল মামুনকে হত্যা করেছেন।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :