প্রথম টি-টোয়েন্টির সময় পরিবর্তন

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৮, ১৮:২৮

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচটি। এই ম্যাচটি বিকাল চারটায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তা তা পরিবর্তন করে দুপুর দুইটায় আনা হয়েছে।

সবুজে ঘেরা সিলেটে সন্ধ্যা নামলেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। শিশিরে মুহূর্তের মধ্যে ভিজে যায় মাঠের আউটফিল্ড। এই অবস্থায় খেলা চালানো খুবই কষ্টকর। যার জন্য সময় এগিয়ে আনা হয়েছে। শুক্রবার তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে সময় পরিবর্তনের বিষয়টি জানান আয়োজকরা।

সন্ধ্যায় শিশিরের কথা চিন্তা করে টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও সময় পরিবর্তন করা হয়েছিল। ওয়ানডে ম্যাচ প্রথমে শুরু হওয়ার কথা ছিল দুপুর দুইটায়। সেটা এক ঘণ্টা এগিয়ে এনে ঢাকায় প্রথম দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয় দুপুর একটায়। আর সিলেটে দুই ঘণ্টা এগিয়ে ম্যাচ শুরু হয় দুপুর বারোটায়।

(ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/এসইউএল)