মালিবাগে ভবন থেকে ফেলে ব্যবসায়ীকে ‘হত্যা’

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর রমনা থানার মালিবাগ এলাকায় পাঁচ তলা ভবন থেকে ফেলে দিয়ে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ব্যবসায়ীর নাম এ.কে.এম মামুনুর রশীদ।

শুক্রবার দুপুরে পশ্চিম মালিবাগের ৮/এ নম্বর বাড়ির জিএম প্লাজায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
মামুনুর রশীদের বড় ভাই মর্তুজা আলী জানান, মামুনের ইট বালির ব্যবসা ছিল। ওই ব্যবসার সুবাদে ফরহাদ, আসাদ, ফরিদ সুমন ও তাজুলের সঙ্গে পরিচয় হয়। তাদের মধ্যে টাকা পয়সার লেনদেনও হয়। দুপুরে মামুনকে তারা মারধর করেন। এক পর্যায়ে পাঁচ তলার সিড়ির ফাঁকা জায়গা দিয়ে মামুনকে ফেলে দেন তারা।

পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাল সোয়া পাঁচটার সময়ে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুনুর রশীদ মানিকগঞ্জ জেলার ঘিওর থানার মৃত এ.কে.এম জালাল উদ্দিনের ছেলে।
জানতে চাইলে রমনা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবদুল বাতেন ঢাকাটাইমসকে বলেন, টাকা পয়সা লেনদেনের কারণে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ফরহাদ এবং আশিক নামের দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি।

ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/এএ/ইএস