তাহিরপুরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আ.লীগে

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৮, ২৩:০৪

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিএনপি থেকে অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

শুক্রবার দুপুরে বাদাঘাট ইউনিয়ের ভোলাখালী সরকারি প্রাইমারী স্কুল মাঠে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের এক নির্বাচনী জনসভা হয়। এ সময় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের হাতে ফুল দিয়ে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ যোগ দেন।

আর জেলা আওয়ামী লীগ সদস্য ও বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন বিএনপি নেতাকর্মীদেরকে গলায় ফুলের মালা পড়িয়ে সকলকে বরণ করে নেন। পরে নিজাম উদ্দিনের নেতৃত্বে বিকাল ৩টার সময় উপজেলার লামাশ্রম গ্রামে, সন্ধ্যায় সীমান্ত গ্রাম রিজাবসহ কয়েকটি  গ্রামে নৌকার নির্বাচনী সভা হয়।

এর আগে বিকাল ৫ টার দিকে লাউড়েরগর বাজারে আওয়ামী লীগের নতুন একটি দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

নিজাম উদ্দিন বলেন, ‘সুনামগঞ্জ ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন এলাকায় যে উন্নয়ন করেছে তা দেখে সবাই এখন বিএনপি ত্যাগ করছে। নৌকা মানেই উন্নয়ন আর শান্তি। সবাই শান্তি চায়। তাই মোয়াজ্জেম হোসেন রতন কে আবারও ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/ইএস