মানবতার দেয়ালে শীত নিবারণ গরিবের

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০৯:১৮

শাহীন আলম, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটক দিয়ে প্রবেশ করতেই চোখ আটকে যাবে হাতের ডান দিকের দেয়ালে। সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে বেশ কিছু শীতের পোশাক। যাদের প্রয়োজনের অতিরিক্ত শীতের পোশাক রয়েছে, তারা সেগুলো দেয়ালে ঝুলিয়ে রেখে যাচ্ছেন। আর যাদের শীতের পোশাক প্রয়োজন, তারা নিয়ে চাহিদা মেটাচ্ছেন।

এ উদ্যোগের নাম ‘মানবতার দেয়াল’। আলোর সন্ধানে ডব্লিউএবি স্থাপন করেছে এটি। দেয়ালের ব্যানারে এক পাশে লেখা আছে: ‘আপনার প্রয়োজনের অতিরিক্ত জিনিস এখানে রেখে যান।’ অন্য পাশে লেখা আছে: ‘আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান।’ লেখার পাশে তার টানিয়ে ও হ্যাঙ্গারে আটকে পোশাক রাখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিন বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। গরিব বা অসহায় হলেও অনেকে আত্মসম্মানের কারণে অন্যের কাছে হাত পেতে কিছু নিতে অপমান বা লজ্জাবোধ করেন। এখানে রেখে গেলে প্রয়োজনীয় জিনিস নিয়ে মানুষগুলো তাদের চাহিদা মেটাতে পারছেন।’

সাজ্জাদ বলেন, ‘আমাদের অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিই। সেগুলো নষ্ট না করে এখানে রেখে গেলে প্রয়োজনীয় জিনিস নিয়ে চাহিদা মেটাতে পারেন গরিব-অসহায় মানুষেরা।’