কুষ্টিয়া-৪ আসনে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৮, ১০:৫৫

কুষ্টিয়া-৪ আসনের কুমারখালীতে নির্বাচনী অফিস উদ্বোধন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ভোমরার মোড়ে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, বিএনপির সন্ত্রাসীরা স্থানীয় আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত অফিসে হামলা চালিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে চেয়ার ভাঙচুর করেছে।

তাদের এ অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিএনপি। বিএনপি নেতাদের দাবি, তাদের স্থানীয় অফিস ও প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে চরসাদিপুর ইউনিয়নের ভোমরার মোড়ে স্থানীয় বিএনপির নেতারা বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বাধা দেয়। এতে দুইপক্ষের মধ্যে বাকবিত-া বাধে। এর কিছুক্ষণ পর স্থানীয় বিএনপি নেতা ডা. নাসির উদ্দিন ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বয়েনের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা ভোমরার মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেনের ব্যক্তিগত অফিসের সামনে জড়ো হয়ে তার অফিস ভাঙচুরের চেষ্টা চালায়।

এতে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

এ বিষয়ে তোফাজ্জেল হোসেন বলেন, জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিএনপি সমর্থকরা আমার ব্যক্তিগত অফিসে হামলা চালায়। তারা পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। এসময় আওয়ামী লীগ কর্মীরা প্রতিরোধের চেষ্টা করে। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি দলীয় প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, চরসাদিপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিম আলতাফ জর্জ বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করতে লোক পাঠিয়েছে। তারপর ব্যবস্থা নেবো। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান (ওসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা টাইমস/১৫ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

আম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, ৪ কিশোর আটক

জবাবদিহিতার অভাবে দেশে বেকারত্বের হার বাড়ছে: এ.কে আজাদ

প্রিজন সেলে আসামি খুন, তিন কারারক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী, ৫ যুবক গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরায় ২০ জেলে আটক

বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে খামারি হওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

সরাইলে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত, আটক ১৫

চন্দ্রঘোনায় দুই নারীসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেপ্তার

ঝিনাইদহে প্রসূতি মৃত্যুহার রোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

শেরপুরে ৫ দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন 

এই বিভাগের সব খবর

শিরোনাম :