ড. কামালের গাড়িতে হামলায় তদন্ত করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের গাড়িতে হামলার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে একটা জিডি হয়েছে, সেটার খতিয়ে দেখা হচ্ছে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে 'বিজয়ের পতাকা' শিরোনামে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে দুটো আসন নিয়ে যাওয়ার জন্য বিএনপি জামায়াতের সঙ্গ নিয়েছে। খুনি রাজাকারদের সাথে তারা (বিএনপি) হাত মিলিয়েছে। এটা খুবই জঘন্য ব্যাপার৷

এসময় দেশব্যাপী গ্রেপ্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিবকরা। এর উত্তরে তিনি বলেন, ‘বিএনপির কাউকে নতুন করে গ্রেপ্তার করা হচ্ছে না। সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। তাদের অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। পুলিশ সেসব তদন্ত করেই ব্যবস্থা নিচ্ছে৷'

সাংবাদিকদের সঙ্গে মিরপুরে ড. কামাল হোসেনের ঘটনা কাম্য নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। বলেন, ‘তাদের সঙ্গে (সাংবাদিক) যে আচরণ করা হয়েছে সেটা ষড়যন্ত্রের অংশ।’

এর আগে বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শত শত মানুষ বাংলাদেশের পতাকা নিয়ে 'পতাকার বিজয়' মিছিল বের হয়।

ঢাকা টাইমস/১৫ডিসেম্বর/এসএস/ওআর