২০৫ বলে কোনো বাউন্ডারি নেই!

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ১৭:০২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

উসমান খাজার ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তিত হয়ে পড়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। এখনও পর্যন্ত ভারতের বিপক্ষে সিরিজে তিন ইনিংসে মোট ২০৫টি বল মোকাবেলা করেছেন উসমান খাজা। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই ২০৫ বলের মাত্র একটিকেই তিনি বাউন্ডারির বাইরে পাঠাতে পেরেছেন।

অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে উসমান খাজা উইকেটে টিকে ছিলেন ১২৫ বল। রান করেছেন ২৮টি। এর মধ্যে বাউন্ডারি মেরেছেন কেবল একটি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বল মোকাবেলা করেছেন ৪২টি। রান করেছেন মাত্র ৮টি। কোনো বাউন্ডারি নেই। 

চলতি পার্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৮ বল মোকাবেলা করেন উসমান খাজা। রান করেছেন কেবল ৫টি। এখানেও কোনো বাউন্ডারি নেই। ভারতীয় বোলারদের বলে নিজেদের মাঠেই যেন বাউন্ডারি মারতে ভুলে গেলেন খাজা। তার এই মন্থর ব্যাটিংয়ের মূল্যও দিতে হচ্ছে অস্ট্রেলিয়া দলকে।

অ্যাডিলেড টেস্টে দুই ইনিংসেই উইকেট হারিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের বলে। চলতি পার্থ টেস্টে তিনি আউট হয়েছেন উমেষ যাদবের বলে। বোঝাই যাচ্ছে, দারুণ চাপে রয়েছেন অস্ট্রেলিয়ার টপ অর্ডারের এই ব্যাটসম্যান।

(ঢাকাটাইমস/১৫ ডিসেম্বর/ডিএইচ)