সঙ্গীতই যার ধ্যান-জ্ঞান

মেহেদি জামান লিজন, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:৪৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমা শেখ। জামালপুরের একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি। তিন বোনের মধ্যে মেজো হলেন সালমা, ছোটবেলা সঙ্গীতচর্চার তেমন সুযোগ হয়নি। মা হাসি বেগমই ছিলেন সালমার সঙ্গীতচর্চার প্রথম শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে সালমা সঙ্গীতচর্চার সুযোগ পান।

২০১৬ সালে স্বরাজ দেবের শর্টফিল্ম বখাটের ‘চলনা সুজন’ গান গেয়ে নিজের অবস্থান জানান দেন সালমা। ইউটিউবে যার ভিউ কোটি ছাড়িয়েছে। ফেসবুক লাইভ কিংবা ইউটিউবে সালমার গানের রয়েছে অনেক প্রশংসা। বিশ্ববিদ্যালয়ে কিংবা বিশ্ববিদ্যালয়ের বাইরে নানা অনুষ্ঠানে সালমা তার সুরের মুগ্ধতা ছড়াচ্ছেন।

সালমা শ্রোতাদের কাছে তার গানের সুর ছড়িয়ে দিতে চান, বাংলাদেশের সঙ্গীতকে নিয়ে দেখেন স্বপ্ন, সঙ্গীতকে নিয়ে যেতে চান এক অনন্যা উচ্চতায়।

ক্লাসের ফাঁকে কিংবা ক্যাম্পাসের আড্ডায় গান নিয়েই ব্যস্ত সময় পার করেন সালমা। সালমার মিক্সড গানের অ্যালবাম প্রকাশের অপেক্ষায়। শিগগিরই জানা গেছে।

সালমা জানান, গান তার প্রাণ, গান ছাড়া বেঁচে থাকা সম্ভব না। গানের মাধ্যমে স্বপ্ন দেখেন কীভাবে সঙ্গীতের এক অনন্যা চূড়ায় পৌঁছানো যায়।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :