আ.লীগে যোগ দিলেন প্রবাসী বিএনপি নেতা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:০৩

দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে আওয়ামী লীগে যোগ দিলেন আফ্রিকা প্রবাসী বিএনপি নেতা মুক্তার হোসেন। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার রাতে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপির গলায় ফুলের মালা দিয়ে তিনি আওয়ামী লীগের যোগ দেন।

এ উপলক্ষে পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

মির্জাপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাবেক কাউন্সিলর হাজী মো. সিরাজ মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন টাঙ্গাইল-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একাব্বর হোসেন এমপি।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, উপজেলা ওলামা লীগের সভাপতি ক্বারী ইকরাম ফারুক, এমপি পুত্র তাহরীম হোসেন সীমান্ত, ওয়ার্ড কাউন্সিলর শহীদুর রহমান শিপন, সাইজ উদ্দিন সাজু, সংরক্ষিত আসনের কাউন্সিলর আফরোজা আলম, মা সিএনজি ব্যবস্থাপনা পরিচালক হাজী ইব্রাহিম মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাজী খলিলুর রহমান, সাবেক কাউন্সিলর মোজাম্মেল হোসেন মজনু, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুর রউফ দুলাল, হারুন অর রশিদ, হাফিজ উদ্দিন প্রমুখ।

আওয়ামী লীগে যোগদানকারী আফ্রিকা প্রবাসী মুক্তার হোসেন বলেন, ‘জীবিকার প্রয়োজনে দীর্ঘ এক যুগ দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছি। গত দুই মাস আগে দেশের মাটিতে পা রেখে রাজধানী ঢাকাসহ নিজ এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজসহ সকল ক্ষেত্রে অবকাঠামোগত যে উন্নয়ন দেখেছি। তাতে আমি মুগ্ধ। সৎ ও দক্ষ নেতেৃত্ব ছাড়া এ উন্নয়ন সম্ভব নয়। তাই জননেত্রী শেখ হাসিনার সততা ও দক্ষ নেতৃত্বের প্রতি আস্থা রেখে দেশের উন্নয়নের স্বার্থে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছি।

ঢাকা টাইমস/১৬ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :