স্বাধীনতা রক্ষা করতে ঐক্যবদ্ধ হয়েছি : ড. কামাল

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:০৪ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:১৭

নিজস্ব প্রতিবেদক, সাভার:
ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, ‘যে ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, স্বাধীনতা রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে আমরা সেই ঐক্যকে আরও সুসংহত করেছি।’
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বেলা সাড়ে ১০টায় শহীদদের শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। 
 
ড. কামাল বলেন, “আমরা স্বাধীনতা পেয়েছি। মুক্তির জন্য আমরা লড়াই করছি। এখনও আমাদের সংগ্রাম করে যেতে হচ্ছে। আরও সংগ্রাম করে যেতে হবে। গণতন্ত্র আমাদের দেশে অনুপস্থিত। ঐক্যবদ্ধ হয়ে আমরা ঐক্যকে আরও সুসংহত করেছি। যে ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, যেকোনো দিক থেকে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে।’ 
তিনি বলেন,  ‘মুক্তিযুদ্ধে লাখ লাখ লোক জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। আজকে বিজয়ের দিনে এখানে এসে তাদেরকে স্মরণ করা উচিত। সেই স্বাধীনতাকে আমরা যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, বিজয়ের মাসে এটাই আমাদের শপথ হওয়া উচিত। 
 
জাতীয় ঐক্যফ্রন্টের এ নেতা বলেন, জীবন দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিল। তারা স্বপ্ন দেখতো- দেশে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, মানুষ শান্তিপূর্ণভাবে চলাফেরা করবে, ধর্ম নিরপেক্ষতা থাকবে। 
 
জাতীয়তাবাদসহ সংবিধানের চার মূলনীতি অনুযায়ী দেশকে পরিচালনা করতে হবে উল্লেখ করেন তিনি। বলেন, কোনো ধরণের সন্ত্রাস, দুর্নীতি ও লাঠিয়ালদের তা-ব মেনে নেওয়া যায় না। যারা রূগ্ন রাজনীতি করে, কালো টাকা ব্যবহার করে, লাঠিয়াল ব্যবহার করে, যারা জনগণকে মর্যাদা দেয় না, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’ 
 
তিনি আরও বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও মূল্যবোধসেহ সব কিছু রক্ষা করব। এটা আমরা বিশ্বাস করি। ইনশাল্লাহ ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য।’ 
ঢাকা টাইমস/১৬ডিসেম্বর/প্রতিবেদক/ওআর