গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম চলছে, চলবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, সাভার
| আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৫ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:৩২

পাকিস্তান আমাদের গণতন্ত্র বঞ্চিত করেছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকেও গণতন্ত্রকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম চলেছে, চলবে।

রবিবার বিজয় দিবসের সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। অথচ বিজয়ের মাসে নির্বাচন দিয়ে সরকার সেই নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। এই নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য বিরোধীদের ওপর সরকার সাংঘাতিক নির্যাতন নিপীড়ন চালাচ্ছে।’

‘প্রতিনিয়িত বিরোধী নেতা-কর্মীদের ওপর আক্রমন চালাচ্ছে, হামলা করা হচ্ছে, গুলি চালানো হচ্ছে, গুম করা হচ্ছে।’

‘সরকার যখন বিরোধীদের ওপর নিপীড়নে ‘অগ্রণী ভূমিকা’পালন করছে, তখন নির্বাচন কমিশন তাদের ‘অদক্ষতার’ পরিচয় দিয়ে যাচ্ছে।’

এসময় তার সঙ্গে দলের স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং নির্বাচনে বিএনপির কয়েকজন স্থানীয় প্রার্থী তার সঙ্গে ছিলেন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে পরিবেশের প্রত্যাশা করা হয়েছিল, বিএনপি তা পায়নি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

ঢাকা টাইমস/১৬ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :