নাগরিক টিভিতে আজ ‘সাপখেলা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৫:৫০

নাট্য নির্মাতা আদিত্য এমন একজন রাজাকারের খোঁজ পেয়েছেন। যিনি কিছুদিন হলো একটি স্কুল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ক্ষমতা পেয়েই তিনি ওই স্কুলে জাতীয় সংগীত গাওয়া বন্ধ করে দেন।

আদিত্য ঘটনাস্থলে গিয়ে সেই রাজাকারের তথ্য উদঘাটন করেন। পরে সেই গল্প নিয়ে একটি নাটক বানিয়ে ফেলেন। অনেক চড়াই উৎরাই পেরিয়ে সেই নাটকটি প্রচার করতেও সক্ষম হন। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে বিজয় দিবসের নাটক সাপখেলা’।

মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল হুদা শাপলা। এতে নির্মাতা আদিত্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা জাহিদ হাসান। তার স্ত্রীর ভূমিকায় রয়েছেন উর্মিলা শ্রাবন্তী কর। নাটকে তিনি রয়েছেন জাহিদ হাসানের সহকারী পরিচালকের ভূমিকায়।

‘সাপখেলা’ নির্মাণ করা হয়েছে বিজয় দিবসকে উপলক্ষ্য করে। এর বিভিন্ন চরিত্রে আরও আছেন শতাব্দি ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু ও আহসানুল হক মিনু। দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ‘ভিশন’ নিবেদিত ‘সাপখেলা’ আজ রাত নয়টায় নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে।

ঢাকা টাইমস/১৬ ডিসেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :