চাঁদপুর-৩

চাঁদপুরে ধানের শীষের প্রচারে হামলা, আহত ২০

চাঁদপুর প্রতিবেদক
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:১০

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে পুুলিশসহ ২০ জন আহত হয়েছেন। এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ। গতকাল সকালে চাঁদপুর শহরের পুরানবাজারে রিফুজি কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ৯টায় পৌর এলাকার ১নং ওয়ার্ডের নতুন রাস্তায় গণসংযোগে যান ধানের শীষের প্রার্থী। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীরা। একদল যুবক অতর্কিত হামলা চালায় তাদের ওপর। বিএনপি নেতাকর্মীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে ইটের আঘাতে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রশিদসহ দুই পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ ও নেতাকর্মীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

বিএনপি নেতা শেখ ফরিদ আহমেদ অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। নির্বাচনী প্রচারণার কোনো পরিবেশ নেই বলে দাবি করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :