রাঙামাটির ভোটযুদ্ধে শেষ পর্যন্ত থাকবে জাপা

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৭

রাঙামাটি প্রতিনিধি

১৪ দলের শরিক দল হলেও রাঙামাটি আসনের জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মাঠে থাকছেন পারভেজ তালুকদার। রবিবার দুপুরে রাঙামাটি শহরের কাঠাতলিতে নির্বাচনী কার্যালয়ে

এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী ইশতেহারও ঘোষণা করেন।

জাপা প্রার্থী বলেন, তিনি শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকবেন। কোনো চাপের মুখে নতি স্বীকার করবেন না।

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলে এবারের নির্বাচনে বিজয়ী হয়ে আসনটি পল্লীবন্ধু এরশাদকে উপহার দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পারভেজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম মিন্টু, জাপা মহিলা পার্টির জেলা সভাপতি কবিতা ত্রিপুরা, সাধারণ সম্পাদক রওশন আরা, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সাইফুল ইসলাম।

জাতীয় পার্টির এই অবস্থানের ব্যাপারে শনিবার বিকালে সংবাদ সম্মেলনে রাঙামাটি আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার বলেন, দেশের কোথাও কোথাও ফ্রি আসন দেওয়া হয়েছে। সে হিসেবে রাঙামাটিতেও ফ্রি আসন দেওয়া হয়েছে। এটি তাদের ভোটে কোনো প্রভাব ফেলবে না